মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান পারভীন (পপি) ইন্তেকাল করেছেন।
বিদ্যালয় তথ্য সূত্রে জানাগেছে, নুর জাহান পারভীন পপি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভুগছিল গত ৯ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের তামিল লাডু রাজ্যের ভেলোরে যান। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় ইন্তেকাল করেন ইন্না ………………… রাজিউন মৃত্যু কালে তার বয়স ৩৩ বছর।
মরহুম নুর জাহান পারভীন পপি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পেশায় প্রথম যোগদান ১৯.১০.২০১০ সালে । ১১.০৩.২০১৫ ইং তারিখে বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী ।
মরহুম নুরজাহান পারভীন পপির মৃত্যুতে শোকসম্ভপ্ত পরিবারে প্রতি সমবেদনা ও রুহের আত্নার মাগফেতার কামনা করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলমসহ সকল শিক্ষক মন্ডলী, কমিটির সদস্যবৃন্দ অভিভাববৃন্দ শিক্ষার্থীরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ