মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর পাঁচ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির সহায়ক চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মোহনপুর ডিগ্রী কলেজ হলরুমে কানাডা ও বাংলাদেশ এডুকেশন ট্র্যাস্টের অর্থায়নে ও সুরভী (ঝঁৎড়ার) বাস্তবায়নে বৃত্তির চেক বিতরণ করা হয়। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আসাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ফেরদৌস আহম্মেদ , মঞ্জুরুল ইসলাম,এ.টি.এম মাহবুল আলম,রোজিনা ইয়াসমিন, প্রভাষক রেজা শওকত হোসেন, জাহাঙ্গীর আলম,সালাউদ্দীন । বৃত্তির চেক প্রাপ্ত শিক্ষার্থী হলো ঈশিতা খাতুন, কারিমা খাতুন, আখি আক্তার, রোজিনা ইয়াসমিন, সোলাইমান আলী।
খবর২৪ঘণ্টা.কম/রখ