1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মেয়র হিসেবে কে বসবেন নবনির্মিত পৌর ভবনে বেশি উত্তপ্ত বিদ্রোহী প্রার্থীরা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

মেয়র হিসেবে কে বসবেন নবনির্মিত পৌর ভবনে বেশি উত্তপ্ত বিদ্রোহী প্রার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচন-২০২১ মেয়র হিসেবে কে বসবেন নবনির্মিত পৌর ভবনে । তবে খুব বেশি উত্তপ্ত এবং উত্তাপ ছড়াচ্ছে মূল দুটি দলের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে দিন দিন উত্তাপ বেড়েই চলেছে। বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খানের কর্মী- সমর্থকদের মাঝে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুই প্রার্থীর মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। করা

হয়েছে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও। হয়েছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা। যার মামলা নং-১৭, তারিখ- ২৩/০১/২০২১ খ্রি: আসামী করা হয়েছে ০৭ জন কর্মী সমর্থককে। আবার তারা গত ২৫ জানুয়ারি কোর্ট থেকে জামিনও পেয়েছেন। মামলার বাদী রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক আব্দুল আজিজ জানান, শুনেছি মামলার আসামীরা জামিনে মুক্ত হয়েছে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এর বেশি আর আমার জানা নেই। এব্যপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চামুচ প্রতীকের মতিউর রহমান খান জানান যে, আমার কর্মীদের

বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার কর্মী সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শনের জন্য এবং তারা যাতে আমার পক্ষে মাঠে কাজ করতে না পারে সে কারণে মামলাটি করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, মোহাম্মদ মাহবুব আলম খান বলেন যে, মামলার বিষয়টি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা দেখছেন। তিনি সত্য-মিথ্যা যাচাই করে বিষয়টি উদ্ধার করবেন । গ্রেপ্তার আতঙ্কে স্বতন্ত্র প্রার্থী মতির কর্মী-সমর্থকরা ২/৩ দিন গা-ঢাকা দিয়ে থাকলেও আবার তাদের মাঠে দেখা যাচ্ছে। এদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রæতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

করছেন প্রচার-প্রচারনায় ও ভোট প্রার্থনা। এবার মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি মনোনীত বর্তমান মেয়র তারিক আহমদ, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খান মতি, বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা: মফিজউদ্দিন ও আশরাফুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের জোহনা খাতুন ও স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী বিপ্লব। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৭ জন প্রার্থী।

নির্বাচনী এলাকায় ঘুরে দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে নির্ঘুম প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সমগ্র রহনপুর পৌর এলাকা। সাথে মাইকে মাইকে চলছে প্রার্থীদের প্রচারনা। পাড়া-মহল্লায়, হাটে-বাজারে, চায়ের আড্ডায় ভোটাররা হিসাব কষতে শুরু করেছেন। কে হচ্ছেন পরবর্তী পৌর পিতা এবং নবনির্মিত ভবনের মেয়রের চেয়ারটি কার জন্য অপেক্ষা করছে। শুধু পৌর এলাকার ৯ টি ওয়ার্ড নয়, নির্বাচনের আমেজ ছড়িয়েছে পুরো গোমস্তাপুর উপজেলা জুড়ে। তবে ভোটাররা জানান, রহনপুর পৌর এলাকার রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট, শহর পরিস্কার-পরিচ্ছন্নতা, মাছ বাজার ও শবজি বাজার, মশক নিধন ও দুগন্ধ দূরীকরণে যিনি অগ্রনী ভ‚মিকা রাখবেন তাকেই চান মেয়র হিসেবে এলাকাবাসী।

যদিও, ভোটের অংকে প্রায় সময়ই এগিয়ে থাকে বড় দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে ভোটারদের মাঝে বিদ্রোহী প্রার্থীদের বেশ জনপ্রিয়তা রয়েছে। ভোটাররা এর মধ্যে থেকেই তাদের যোগ্য পৌর পিতাকে বেছে নিবে। এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রার্থীরা তাদের আচরণ বিধি মেনে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন। আগামী ৩০ জানুয়ারি ৩য় ধাপে অনুষ্ঠিতব্য এ পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। এর মধ্যে ১৩ হাজার ১৮৪ জন পুরুষ ও ১৩ হাজার ৯১৩ জন মহিলা ভোটার রয়েছেন। ভোট হবে ব্যালট পেপারের মাধ্যমে। উল্লেখ্য যে, ১৯৯৫ সালে ০১ জানুয়ারি তৎকালীন সংসদ সদস্য প্রয়াত সৈয়দ মঞ্জুর হোসেন রহনপুর পৌরসভা প্রতিষ্ঠা করেন এবং ২০১৩ সালের মার্চ মাসে ১ম শ্রেণিতে উন্নীত করা হয়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST