খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত অরুণাচল প্রদেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সমালোচনা করেছে চীন।
চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা ব্রিটিশদের করা আদি মানচিত্র থেকে। ম্যাকমোহন লাইন অনুযায়ী, অরুণাচলের পুরোটাই ভারতের মধ্যে পড়েছে। কিন্তু চীন এখন সেটি স্বীকার করতে চায় না।
সামনের মে মাসে ভারতের জাতীয় নির্বাচন। তার আগে বিভিন্ন প্রদেশে দলীয় সভায় যোগ দিচ্ছেন মোদি। তারই অংশ হিসেবে অরুণাচলে যান তিনি।
এর প্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় বিবেচনা এবং সম্মান করতে চীন ভারতকে আহ্বান জানাচ্ছে। সীমান্ত সমস্যা আরও প্রকট হয় এমন কোনো কাজ করা থেকে ভারতের বিরত থাকা উচিত।’
চীনের বিবৃতির পর চুপ থাকেনি ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় নেতারা টাইম টু টাইম অরুণাচল সফর করেন। চীনের কাছে এই অবস্থান বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।’
মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর চীনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে অনেক চেষ্টা চালিয়েছেন। দেশটিতে সফরেও যান। তখন ধারণা করা হয়, এবার হয়তো দুই দেশের সীমান্ত বিরোধ ঘুচবে।
খবর২৪ঘণ্টা, জেএন