1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মেডিক্যাল রিপোর্ট, মা হতে পারেন ৮৪ বছরের বৃদ্ধ! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

মেডিক্যাল রিপোর্ট, মা হতে পারেন ৮৪ বছরের বৃদ্ধ!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মারচ, ২০২২

মেডিক্যাল রিপোর্ট ৮৪ বছর বয়স অমিয় চক্রবর্তীর। মালদার বাসিন্দা তিনি। বেশ কিছু দিন ধরে পিঠ আর কোমরের ব্যথায় ভুগছিলেন। কয়েক দিন আগে মালদা থেকে বালুরঘাটে আসেন চিকিৎসককে দেখাতে।

চিকিৎকের সন্দেহ হয়, এটি কিডনির সমস্যা হতে পারে। তাই তিনি কয়েকটি পরীক্ষা করাতে বলেন অমিয়বাবুকে। ইউএসজি করতে পরামর্শ দেওয়া হয় তাঁকে। বালুরঘাটের এক ডায়গনস্টিক সেন্টারে অমিয়বাবু যান আলট্রাসোনোগ্রাফি করাতে। রিপোর্টে দেখা যায়, তাঁর শরীরে রয়েছে ডিম্বাশয় ও জরায়ু! এমন রিপোর্ট দেখে হতবাক প্রত্যেকে।
রিপোর্ট দেখে হতবাক হয়ে যান চিকিৎসকরাও। কিন্তু এমন ঘটনা কি সত্যিই ঘটতে পারে? তখন অমিয়বাবুর অন্য ধরনের পরীক্ষা করানো হয়।

সেই পরীক্ষাতেই ধরা পড়ে সত্যিটা। দেখা যায়, ওই ডায়গনস্টিক সেন্টার যে রিপোর্ট দিয়েছিল, তা পুরোপুরি ভুল। অভিযোগ ওঠে, এরকম প্রচুর ডায়গনস্টিক সেন্টার রয়েছে ওই এলাকায়। সেখানে এমন ভুলভাল রিপোর্ট দেওয়ার ঘটনা নতুন কিছু নয়।

স্থানীয়দের কথায়, হালে আর এক ডায়গনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে অন্তঃসত্ত্বা এক মহিলার সন্তান নষ্ট হয়। প্রাণ সংশয়ওহয় তাঁর। তখনও ডায়গনস্টিক সেন্টারের তরফে জানানো হয়েছিল, ওটি ছাপার ভুল। এবারেও একই ঘটনা ঘটল।অমিয় চক্রবর্তীর পরিবারের তরফে পুরো ঘটনা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। জেলার স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সংবাদমাধ্যমকে জানান, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে, ওই সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST