মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় ৬১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক রিমন হোসাইন বাদী হয়ে এই মামলাটি করেন।
এই মামলায় হেফাজতের নায়েবে আমির মধুপুর পীর আব্দুল হামিদের দুই ছেলে ওবায়দুল্লাহ কাশেমী (৪০) এবং আবদুল্লাহসহ (৩৫) ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬শ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলাম ও পুলিশ যুবলীগ, ছাত্রলীগের সাথে সংঘর্ষে শতাধিক আহত হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেএন