তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ মোট ৪৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ৩৩ জনের মধ্যে দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।আজ রোববার সকালে আসন্ন মুণ্ডমালা পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাই শেষে বিকেল ৫ টার দিকে উপজেলা রিটার্নিং অফিসার ও তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ৩ মেয়র প্রার্থী ১৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর ৩৩ জনের মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মেয়র পদ প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন, বিএনপি
মনোনীত প্রার্থী ফিরোজ কবির ও স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান। যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি স্বীকৃতি কান্তি সাহা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলামসহ সকল প্রার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ কাউন্সিলার প্রার্থীর ঋণ খেলাপির জন্য মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় ।