রাবি প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃতি শিক্ষার্থীদের ‘অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু স্বর্ণপদক’ প্রদান করা হবে। অগ্রণী ব্যাংক কর্তৃক প্রতি বছর প্রদানকৃত পুরস্কারটি এবার বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও অধিভুক্ত মেডিকেল কলেজের (এমবিবিএস-শেষ বৃত্তিমূলক ও নিয়মিত) শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ প্রদান করা হয়। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিশেষ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে। তাই তাদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এবার বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রদান করা হবে।
খবর২৪ঘন্টা/নই