খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিরপুরে আরও দুটি ভবন লকডাউন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিরপুর ১২ নম্বর সি ব্লক ৪ নম্বর রোডের ৪৭ নম্বর ভবনে করোনা আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়।
আক্রান্ত ওই ব্যক্তি উত্তরায় একটি বায়িং হাউজে কর্মরত। পরিবার নিয়ে ওই ভবনের ৫ম তলায় ভাড়ায় থাকেন তিনি।
এছাড়া ওই ভবনের পাশের আরেকটি বাড়িও লকডাউন করা হয়েছে।
পল্লবী থানার এসআই আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা রোগী শনাক্তের পর পাশাপাশি দুটি ভবন লকডাউন করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।
এর আগে ৪ এপ্রিল মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৬৮) মৃত্যুর পর ওই বাড়িসহ তিনটি ছয়তলা ভবন লকডাউন করে পুলিশ।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।