খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন বহু দর্শকের হৃদয়। তার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো অনেকদিন ধরে অভিনয়ে সম্পৃক্ত থাকলেও তাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ৭ জুলাই তিনি বিয়ে করছেন। এর আগেই বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন মিমো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভোজপুরি সিনেমার এক নায়িকা।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়, নায়িকার সঙ্গে প্রতারণা ও ধর্ষণ এবং তাকে গর্ভপাতে বাধ্য করানোর অভিযোগে ২ জুলাই, সোমবার মিমোর বিরুদ্ধে মামলা দায়ের করতে শহর পুলিশকে নির্দেশ দেয় দিল্লির একটি আদালত। ধর্ষণের পর ওই নায়িকাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে মিমোর মা যোগিতা বালির বিরুদ্ধে।
আদেশে আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম একতা গৌবা বলেন, মামলার বিবাদীরা বিখ্যাত ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে ও স্ত্রী। মিঠুন শুধু বলিউডের সুপারস্টারই নন, তিনি রাজ্যসভার সাবেক এমপিও। এই বিষয়গুলো আমলে নেওয়া হয়েছে।
বিচারক জানান, অভিযোগকারী মৌখিকভাবে জানিয়েছেন, তার মা-বাবা জীবিত নেই। দিল্লিতে তার কিছু আত্মীয় ও বন্ধু-বান্ধব রয়েছে। মিমো ও তার মায়ের কারণে তিনি মুম্বাইয়ে স্বাধীনভাবে চলাফেরা ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
গৌবার ভাষ্য, ‘অভিযোগকারী আইনি সুরক্ষা ছাড়া মুম্বাইয়ে প্রবেশ করতে পারছেন না। এ বিষয়টি আমলে নেওয়া হয়েছে। এমনকি তাকে হুমকি প্রদানকারী বিবাদীরা যে প্রভাবশালী, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে, চক্রান্ত উদঘাটনে পুলিশি তদন্ত ও নথি সংগ্রহ করা দরকার। একই সঙ্গে অভিযোগ থাকা ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করাও দরকার।’
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের মে মাসে অভিনেতা মিমো ‘প্রতারণাপূর্ণভাবে’ কোমল পানীয়ে অ্যালকোহল মিশিয়ে ভোজপুরি নায়িকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।
নায়িকা আদালতের কাছে অভিযোগ করে জানান, টানা চার বছর তাকে ধর্ষণ করেছেন মিমো। এর একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জেনে অভিনেতা তাকে কিছু ওষুধ এনে দিয়েছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ‘সে (মিমো) ক্যারিয়ারের ওই পর্যায়ে এসে কোনো সন্তান নেওয়া কিংবা বাধার সম্মুখীন হতে চায়নি। এ কারণে নায়ক গর্ভপাত করায়।’
খবর২৪ঘণ্টা.কম/নজ