1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাস্ক বিহীন কাউকে সেবা দেয়া হবে না: আরএমপি কমিশনার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

মাস্ক বিহীন কাউকে সেবা দেয়া হবে না: আরএমপি কমিশনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসচেতনতায় মাস্ক বিতরণের উদ্বোধন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানধীন বিভিন্ন এলাকায় এ মাস্ক বিতরণ করেন তিনি।
জানা গেছে, করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি রোধ ও এ থেকে বাঁচতে আরএমপির ১২ টি থানায় একযোগে করোনা সংক্রান্তে জনগণকে উদ্ভুদ্ধ করণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। মহল্লা, বিপণী বিতান এবং মার্কেট সমূহে

বিশেষ ভাবে প্রচারণার অংশ হিসেবে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক রাজপাড়া থানার লক্ষীপুর ও হড়গ্রাম বাজার এলাকায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং জনসাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
“নো মাস্ক নো সার্ভিস” এ প্রত্যয়কে সামনে রেখে পুলিশ কমিশনার নগরীর লক্ষীপুর ও হড়গ্রাম বাজার এলাকায় প্রতিটি মার্কেট পরিদর্শন করে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করেন এবং মাস্ক ছাড়া কাউকে যেন কোন প্রকার সেবা প্রদান করা না হয় সে ব্যাপারে অনুরোধ করেন। পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কোন

অফিসে মাস্ক বিহীন কাউকে সেবা প্রদান করা হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। কেউ আইন অমান্য করলে তাকে পূনঃ উদ্ভুদ্ধ করণ ও পরবর্তীতে কেউ যদি আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এস/আর

 

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team