রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের(৪৪) মৃত্যু হয়েছে। গত তিন দিন ফুসফুসের অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার (২১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা শেষে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে দাফন করা হয়।
প্রফেসর মো. জাহাঙ্গীর ১৯৭৭ সালে পাবনার ঈশ্বরদীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। এরপর ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তাঁর বিভিন্ন গবেষণাপত্র দেশ-বিদেশের অনেক জার্নালে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে রাবি জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে। উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ড. জাহাঙ্গীরের অধ্যাপনার কৃষি সম্প্রসারণ বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘মৃত্যু অমোঘ ও অবশ্যম্ভাবী হলেও এই কৃতি শিক্ষকের মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে কৃষি শিক্ষার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।’ তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।