খবর ২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন (৮৯) মারা গেছেন।
২৮ জুন, বুধবার সকালে আমেরিকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জো জ্যাকসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন জো। তাকে আমেরিকায় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মাইকেল জ্যাকসনের নবম মৃত্যুবার্ষিকীর দুদিন পর বুধবার পৃথিবী থেকে বিদায় নিলেন তার বাবা জো।এদিকে বাবার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন মেয়ে লা টয়া জ্যাকসন।
মাইকেল জ্যাকসনসহ তার পাঁচ সন্তানকে নিয়ে এক সময় ‘জ্যাকসন ৫’ ব্যান্ড গড়ে তুলেছিলেন জো। এরমধ্যে মাইকেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার বাবা।
খবর ২৪ঘণ্টা/ নই