খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
চীন ও রাশিয়াকে চাপে রাখার জন্য পারমাণবিক অস্ত্র উৎপাদন কার্যক্রম আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গতকাল সাংবাদিকদেরকে ট্রাম্প এ কথা জানান। এসময় রাশিয়া ১৯৮৭ সালের আইএনএফ পারমাণবিক চুক্তি মেনে চলছে না বলে আবারো মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তিতে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিষিদ্ধ করা হয়। মূলত এর মাধ্যমে ইউরোপের মিত্র দেশগুলোকে সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে সুরক্ষা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে আসার মনোভাব ব্যক্ত করেন। গতকাল তিনি আবারো বলেন, রাশিয়া ১৯৮৭ সালে চুক্তি মেনে চলছে না।
যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে চায়। ট্রাম্প বলেন, মানুষের শুভবুদ্ধি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্ত্র উৎপাদন বাড়াতেই থাকবে। রাশিয়া, চীন ও অন্য যারা এমন কাজ করবে, সবার জন্যই এটা হুমকি।
এদিকে, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মস্কো সফরে গেছেন। তিনি ক্রেমলিনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে তা হবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বড় হুমকি। পাল্টা জবাবে মস্কো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে অস্ত্র উৎপাদন করে, তাহলে রাশিয়াও একই পদক্ষেপ নেবে। দেশটির সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পেত্রুসেভ বলেন, আইএনএফ চুক্তি নিয়ে পারস্পরিক অভিযোগ মিটিয়ে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত ক্রেমলিন।
খবর২৪ঘন্টা / সিহাব