আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখীলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘ধনীদের যে অপরাজনীতি আজকে চলছে, তার বিরুদ্ধে দেশের গরিব মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। লড়াই চালিয়ে যাচ্ছি এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।’
মঙ্গলবার (১১ মে) বেলা পৌনে ১১টার দিকে ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো.আইয়ুব আলীর পক্ষ থেকে উপহারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘আমি অস্ত্রের রাজনীতি দেখতে চাই না। অস্ত্রের রাজনীতি আমরা করি না। যারা অস্ত্রবাজি করে তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন। কোম্পানীগঞ্জে গত সাড়ে বার বছর আমি শান্তি রেখেছি। আজকে একটা বিশেষ মহল এই এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাস্তানি, চুরি, ডাকাতি নতুন করে চালু করার পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
জেএন