খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মানিকগঞ্জে সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ঘিওর উপজেলার তরায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম জানান, বাসটি ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার পথে একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনে একটি মোটরসাইকেল এসে যায়। এই পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ৩ জন।
খবর২৪ঘণ্টা.কম/নজ