নিজস্ব প্রতিবেদক :
মানহীন পন্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। রোববার বিএসটিআই আঞ্চলিক অফিস, রাজশাহী কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ২টি স্কোয়াড/সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স নবাব বিস্কুট ফ্যাক্টরী, মেসার্স সালমান বেকারী, মেসার্স মনির ফুড প্রোডাক্টস, সদর, চাঁপাইনবাবগঞ্জ এর বিরুদ্ধে
পণ্যের মান সনদ গ্রহণ না করে পণ্য বাজারজাত করায় বিএসটিআই আইন’২০১৮ এর আওতায় এবং মেসার্স অপরূপা ফেব্রিক্স, মেসার্স সেঞ্চরী বস্ত্রলায়, মেসার্স অপরূপা বস্ত্রালয়, মেসার্স প্যারাডাইস সুইটস ও রমনী জুয়েলার্স, সদর, পাবনা কে অবৈধ ওজন ও পরিমাপ ব্যবহারের জন্য ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর আওতায় মোট ৮টি নিয়মিত মামলা আদালতে দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর