খবর২৪ঘণ্টা ডেস্ক: মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামালের ওপর হামলা চালিয়েছে সরকারদলীয় ক্যাডাররা। আজ সকালে ভোট দিয়ে ফেরার পথে তিনি এই ঘটনার শিকার হন। এ সময় তার মোবাইল কেড়ে নেয়া হয়।
সাংবাদিক কাফি কামাল সকালে ভোট দিয়ে বাসায় ফেরার পথে টিএনটি স্কুলের সামনে মারামরি হতে দেখেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি দূরে দাঁড়িয়ে ওই ঘটনার ছবি তুলছিলেন।
এ সময় কয়েকজন ব্যক্তি অতর্কিত তাকে ঘিরে ধরে। তারা বেধড়ক মারধর করতে থাকে। এতে তার বাম চোখের ওপরে ফেটে যায়।
এরপর তাকে মারতে মারতে টিএনটি কলোনীর দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল হামলাকারীরা। সে সময় মেহেদী আজাদ মাসুমসহ কয়েকজন সাংবাদিক দৌঁড়ে এসে কাফি কামালকে উদ্ধার করেন। তারা রক্তাক্ত অবস্থায় মগবাজার কমিউিনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ক্ষত স্থানে চারটি সেলাই দেন।
মারধরের সময় হামলাকারীরা কাফি কামালের আইফেনটিও কেড়ে নিয়ে গেছে।
খবর২৪ঘণ্টা/জেএন