1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাইক্রো খাদে পড়ে বুয়েটের ২ কর্মচারী নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

মাইক্রো খাদে পড়ে বুয়েটের ২ কর্মচারী নিহত

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৬ মে, ২০২২

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

উপজেলার জীবননগরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জীবননগর সড়কের ঢালে পর্যটকবাহী একটি কালো রঙের এক্সনোয়াহ মাইক্রোবাস রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৮ পর্যটক আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

ঘটনাস্থলে নিহত কর্মচারীর নাম জানা যায়নি। হাসপাতালে মারা যাওয়া কর্মচারীর নাম হামিদুল ইসলাম। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা।

বুয়েটের আহত আরেক কর্মচারী মো. ওয়াহিদ বলেন, ‘হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী। ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে। গাড়িতে আমরা ৯ জন ছিলাম চালকসহ।’

এ বিষয়ে জানতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান  বলেন, ‘আমাদের অফিশিয়াল কোনো ট্যুর ছিল বলে আমার কাছে তথ্য নেই। এখন আলাদা করে কেউ গেছে কি না, সেটা বলতে পারছি না।

‘আমাদের কাছেও দুর্ঘটনার একটা ইনফরমেশন এসেছে। আমরা খোঁজখবর নিচ্ছি।’

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি জানিয়ে থানচি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা জানান, গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিল। আহত পর্যটকদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর শুনেছি। আমাদের লোক ঘটনাস্থলে যাচ্ছে।’ হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST