ঢাকায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে পুলিশ প্রতিটি গাড়ি ও যাত্রীদের তল্লাশি করছে। পুলিশ সদস্যরা সন্দেহভাজন মোটরসাইকেল, পিকআপ, দূরপাল্লার বাস, ট্রাকের গতিরোধ করে জিজ্ঞাবাদ ও তল্লাশি করছে।
পুলিশ দূরপাল্লার বাস গতিরোধ করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ, ব্যাগ, বস্তা, মুঠোফোন চেক করছে। এতে যাত্রী ও চালকেরা অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। অপরদিকে, হাইটেক সিটি রেল স্টেশনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পিপিএম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সে জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। চেকপোস্টের মাধ্যমে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।
বিএ/