চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধাইনগর-নাককাটিতলা এলাকায় নদীতে গোসল করতে নেমে তারা তলিয়ে যায়।
মৃত দুই শিশু হলো শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁ এলাকার রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও পীরগাছি এলাকার আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন (১০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাকিল ও মারিয়া মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদীর গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামে। বেলা সাড়ে ১১টার দিকে দুজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ওসি আরও বলেন, মৃত দুজনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে দুই শিশুর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জ/ন