প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইসহ২৪.কম’র সিইও আজিজুল আলম বেন্টুর চাচী আরেফা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)। রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে যানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। যানাজায় অংশ নেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, জেলা কৃষকলীগ সভাপতি রবিউল আলম বাবু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম, রাসিক ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।
উল্লেখ্য, মরহুম আরেফা বেগম গত ১৪ আগস্ট সকালে হাটতে গিয়ে দূর্ঘটনা ঘটে। সেদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যুবরণ করেন।