“মাদক ছেড়ে খেলা করি, সুন্দর একটি দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।
মহাদেবপুর ফুটবল একাডেমি ও ফিউচার ফুটবল একাডেমি এ টুর্ণামেন্টের আয়োজন করেন।
গতকাল শুক্রবার (১৯ মে) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রিড়া সংগঠক ও মহাদেবপুর টিবিএম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন।
এ সময় জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান মনিনের ধারাভাষ্য ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা ক্রিড়া সেক্রেটারি মো. সাইদুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক রেজাউন নবী আনসারি বাবু প্রমুখ।
উদ্বোধনী খেলায় বগুড়া আদমদিঘী ফুটবল একাডেমি বনাম মুকুল ক্লাব ঢাকা ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।
বিএ/