মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মাহদেপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন পৃথক পৃথক ভবে মহান মে দিবস উদ্যাপন করেছে। গত বৃহস্পতিবার (১লা মে) সকালে স্থানিয় বাস স্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় মহাদেবপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮- নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এফ আই সবুজ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার নান্নু, মহাদেবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক, মোঃ মোজাফ্ফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক, মোঃ আইয়ুব আলী প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জাতীয়তাবাদি শ্রমিক দলের উদ্যোগে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। অপরদিকে এর আগে বাসস্ট্যান্ড মাছের মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ সমিতি মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি ইউসুফ আলী সোনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর সিটির সহ সেক্রেটারী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ আসনে জামায়াত মনোনীত পদপ্রার্থী মাহফুজুর রহমান। শ্রমিক কল্যাণ সমিতি মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আমির মোঃ শহিদুল ইসলাম (ফারুক), জেলা মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা মৎস্য শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ সভাপতি আমজাদ হোসেন, আরিফ উদ্দীন মোল্লা, হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মহাদেবপুর উপজেলা শাখা, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়, ইমারত সমিতি, বেবী টেক্সি, ট্যাক্সিকার, সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে পৃথক পৃথক ভাবে র্যালি বের করেন।
বিএ..