মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষাই একটি নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রোকনুজ্জামান আহমেদ। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর জিল্লুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এম এম রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মো. মোবারক আলী, জোয়ানপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান প্রমূখ। এর পূর্বে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএ..