মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩১ উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উদযাপনে আনন্দ শোভাযাত্রা,পান্তা-ইলিশ ভোজন, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ উপলক্ষে সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মাঠে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, থানার ওসি মো. শাহীন রেজা, বিএমডিএর সহকারি প্রকৌশলী মো. ইমদাদুল হক,
সমাজসেবা কর্মকর্তা মো. রেজউয়ানুল হক রেজা,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. রবিউল আলম বুলেট, সহসভাপতি মো. মহি উদ্দীন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা শাখার আমির মো. আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির মো. রফিকুল ইসলাম রফিক প্রমূখ। শোভাযাত্রার র্যালীতে পালকিতে বর-বউ, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, লাঠি খেলাসহ বাঙালিয়ানার বর্ণিল সাজে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে ডাকবাংলো মাঠে পান্তা-ইলিশ ভোজন,চিত্রাংকন প্রতিযোগিতা, লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএ..