মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস কর্মশালায় কৃষক মাঠ স্কুলের কৃষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার কর্মরত সাংবাদিকরাসহ ১শ জন এতে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মেহেদুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. মাহবুব আলম চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মো. আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা’ আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, কৃষক মো. ইলিয়াস হোসেন প্রমূখ।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।