নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আটককৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই আশীষ সরকার,এসআই জাহিদ হাসান, এসআই আসাদুল, এএসআই জিল্লুর রহমান, এএসআই শাহীন আলম, এএসআই সজীব কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাছড়া মোড়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিমুদ্দিন মৃধার ছেলে বাচ্চু মৃধা,গণপুর গ্রামের মৃত আলেপের ছেলে শহিদুল ইসলাম, মৃত নাজিমুদ্দিনের ছেলে হাফিজুর রহমান, মহাদেবপুর উপজেলার মালাহার গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন বাবু, আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, ড্যাগার, ছোড়া, কাস্তে, চাকু, রামদা, লোহার রডসহ ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজন ছাড়া প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে।
বিএ….