নওগাঁর মহাদেবপুরে উপজলা শাখার আয়োজনে জাতীয় শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গনেশ কুমার স্যান্যালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।
কুদরত-ই খুদা সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, সহ সভাপতি ও নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য গোলাম নূরানী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনায়ার হোসেন মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার সাকিল, নওগাঁ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডি এম আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মহাদেবপুর উপজেলা স্বেছাসেবকলীগের সভাপতি কাওছার আলী, সহ সভাপতি রাজু আহম্মদ, শ্রমিকলীগ নেতা কাজী শাহাজাহান, মর্তুজা মিঠু প্রমুখ।
বিএ/