মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুব মোরশেদকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে। সভাপতি রাজু আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নওগাঁ জেলা ছাত্রলীগ সম্প্রতি তাকে সাময়িক বহিষ্কার করে মাহবুবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়।
উপজেলা সদরের মধ্যবাজার এলাকার বিশিষ্ট শিক্ষক মহাদেবপুর সায়েন্স একাডেমীর অধ্যক্ষ মহির উদ্দিনের ছেলে মাহবুব জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
২০১৩ সালে তিনি ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে সদর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য, ২০১৭ সালে সদর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের ১নং সহ-সভাপতি এবং সম্প্রতি ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হন। তিনি আগামীতে উপজেলা ছাত্রলীগের সকলস্তরের কমিটিকে গতিশীল করার নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির তিন বছর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তেমন কোন সাংঠনিক কাজ হয়নি। রোববার তিনি বর্ধিত সভা আহŸান করেছেন। আগামী এক মাসের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও ৯০টি ওয়ার্ডের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন।
তিনি ছাত্রলীগকে একটি স্বচ্ছ, সু-শৃঙ্খল, সমাজসেবী সামাজিক সংগঠনে পরিণত করতে চান। এলাকার শিক্ষিত, সৎ, নির্ভিক ও প্রকৃত শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতৃত্বে আনতে চান। প্রকৃত সংগঠকদের ক্যারিয়ার গঠনেও ভূমিকা রাখতে চান বলে সাংবাদিকদের জানান।
খবর২৪ঘন্টা/নই