নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকার বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য অফিসার শামিমা আখতার, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ,ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্প) অফিসার অসিত ঠাকুর, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী আইডিপি অফিসার রথিন টপ্য।
এর আগে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএ/