মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট)বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দিরে আয়োজিত সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।
মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী মাতৃপ্রসাদ চ্যাটার্জী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সাম্প্রতিক সময়ের নৈরাজ্য তুলে ধরে বক্তব্য দেন, মন্দির কমিটির সহ-সভাপতি অমিয় চন্দ্র মন্ডল, হিন্দু ধর্মীয় নেতা শ্রী নিরেন দাস, মাস্টার গোবিন্দ চন্দ্র, বিশ্বনাথ চন্দ্র অধিকারী গোপাল, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া। তারা জমিজমা সংক্রান্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে সংখ্যালঘুদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি করেন।
জবাবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও সকলকে স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা দিয়ে বক্তব্য দেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সাবেক আমির শহীদুল ইসলাম ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক, প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, অমুসলিমদের বাড়িঘরে ডাকাতি ও মন্দিরে আগুন দেয়ার মত গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এসবের কোন প্রমাণ পাওয়া যায়নি। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো শুধু অমুসলিমদের উপর নয়, বরং মুসলিমদের উপরও ঘটেছে। এসব যারা ঘটাচ্ছে তাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। তিনি বলেন, রাজনীতির চেয়ে সমাজনীতি আজ বড় করে দেখতে চাই। কেউ কখনো আক্রান্ত হলে সন্ত্রাসী যেই হোক তাদেরকে বেঁধে রেখে খবর দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।
বিএ..