1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুর সংখ্যালঘু পল্লীতে হামলার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

মহাদেবপুর সংখ্যালঘু পল্লীতে হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে দিনে দুপুরে দেশীয় অস্ত্রসহ সংখ্যালঘু পল্লীতে হামলা চালিয়ে গহবধুকে মারপিট ও বসতবাড়ী ভাংচুরের অভিযাগ উঠেছে।

এ ঘটনায় ওই মহিলার স্বামী বাবু রাম কিসকু বাদী হয়ে ৭ জনের নাম থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে উপজেলার সেফাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুপুরে চকগোপী গ্রামের মৃত সাত্তারের ছেলে চঞ্চল হোসেন, মৃত লবা হোসেনের ছেলে ফারুক হোসেন, আকতার আলীর ছেলে মারুফ হোসেন, সাইদুল ইসলামের ছেলে নানু, রাজ্জাক আলীর ছেলে ইমরান হোসেন, ভোলাইন গ্রামের অরুনের ছেলে রাবি, বামনসাতা গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মোয়াজ্জিম হোসেন দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে দুর্গাপুর গ্রামের সংখ্যালঘু পল্লীতে হামলা চালায়। এ সময় তারা বাবু রাম কিসকুর স্ত্রী কল্পনা রানীকে বেদম মারপিট করে।

পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দেশীয় অস্ত্র হাসুয়াসহ বিভিন্ন অস্ত্র দেখাইয়া ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান কর পালিয়ে যায়। পরে স্থানীয়রা কল্পনা রাণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যান।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team