খবর২৪ঘণ্টা ডেস্ক: মহাজোটের প্রার্থী তালিকা আজ সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিকাল সাড়ে ৩টায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে দলীয় প্রার্থীদের হাতে রোববার মনোনয়নপত্র তুলে দিয়েছে আওয়ামী লীগ।
সেতুমন্ত্রী বলেন, ‘সোমবার বেলা সাড়ে ৩টায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।’
ঠিক কতটি আসন এবং কোন দলকে কতটি আসন দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি কতটি আসন, কিন্তু বলব না। তবে জোটের আসন ৭০টির বেশি হবে না।’
ওবায়দুল কাদের বলেন, যারা চিঠি (মনোনয়নপত্র) নিচ্ছেন, ‘প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন, প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে।’
তিনি বলেন, ‘কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।’
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।