ভোলায় সাড়ে ১২ মণ (৫০০ কেজি) জাটকা ইলিশসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এদের দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (৫৫), দৌলতখান পৌর ২নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেনের ছেলে আবুল কাসেম (৩০)।
আটক অপরজন হলেন ময়মনসিংহ জেলার বাসিন্দা ট্রাকচালক মো. আল আমিন (৩০)। সোমবার সন্ধ্যায় ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে টাকভর্তি জাটকাসহ তাদের আটক করা হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে দুইজনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।
ভোলার ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাটে ট্রাকটিতে তল্লাশি করে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।