ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে পঞ্চানন্দপুর গ্রামের যুবগোষ্ঠির আয়োজনে শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক সাংবাদিক গোলাম কবিরের সভাপতিত্বে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহি ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেল নিজ গ্রামের ৫জন বীর মুক্তিযোদ্ধা ও মৃতঃ বীর মুক্তিযোদ্ধা পরিবার, ১২জন প্রবীন ব্যক্তিত্ব এবং ৬জন কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সংরক্ষিত নরী সদস্য হুসনে আরা পাখি। বিশেষ অতিথি ছিলেন, ইসলামপুর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল হান্নান, প্রভাষক আব্দুল হাই, প্রভাষক বাদরুদ্দোজা, ইউপি সদস্য আব্দুর রহমান, সংরক্ষিত সদস্য বেবী আরা, সাবেক ইউপি সদস্য নুরুল হক, মোস্তাকিম, আওয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবগোষ্ঠির কর্ণধার আবুল কাশেম, রাবিকুল হোসেন, হুজ্জাতুল ডনসহ অন্যরা। পরে অতিথিগণ বীর মুক্তিযোদ্ধা, প্রবীন ব্যক্তিত্ব ও কৃতি শিক্ষার্থীসহ খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরুস্কার তুলে দেন। উল্লেখ্য এ গ্রামের উত্তর মাথায় ৭১ সালে হানাদারবাহিনীর সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূণ গ্রাম এ পঞ্চানন্দপুরে এ প্রথম স্বাধীনতা উদ্যাপন হলো।
খবর২৪ঘণ্টা.কম/নজ