ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
ভোলাহাটে এক ছাত্রীর দীর্ঘদিন ধরে বেশ কিছু বখাটে যৌন হয়রানী করে আসলে শুক্রবার তার প্রাইভেট শিক্ষক প্রতিবাদ করলে বেধড়ক পিটিয়েছে। আহত শিক্ষক আসমাউল ও স্থানীয়রা জানায়, দীর্র্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের নিজ বাড়ী জামবাড়ীয়া ইউনিয়নের মান্নুমোড়ে আমের আড়তে প্রাইভেট পড়ায় প্রাইভেট শিক্ষক আসমাউল। প্রাইভেট পড়ার স্থানে দীর্ঘদিন ধরে সামনে দাঁড়ীয়ে থেকে বখাটে উপজেলার বড়গাছী গ্রামের খাইরুল ইসলামের ছেলে ইমন(২০), একই স্থানের চাঁন মিয়ার ছেলে আজমুল(২১), মহসিন ঘোষের ছেলে জুবায়েল(২১) ও মৃতঃ ইসরাইলের ছেলে লালন(২২)গং ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রীর ছবি উঠালে গত বুধবার প্রতিবাদ জানান প্রাইভেট শিক্ষক আসমাউল। এর জের ধরে
শ্রক্রবার ৫ এপ্রিল প্রাইভেট শিক্ষক ধরমপুর গ্রামের মোখলেসুরে ছেলে আসমাউল ও তার বন্ধু শাহিন বড়গাছী বাজার গেলে কিছু বুঝে উঠার আগেই বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপে বখাটেদের হাত থেকে রক্ষা পায় শিক্ষক ও তার বন্ধু। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয়দের জানান। আহত শিক্ষক স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে শিক্ষক আসমাউলের পিতা মোখলেসুর জানান।এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
খবর ২৪ ঘণ্টা/আর