ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা যুবলীগ অফিসের সমানে থেকে অবিস্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ২৪ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের দক্ষিণ গেট সংলগ্ন যুবলীগ উপজেলা শাখার অফিসের সামনে একটি ও ফাইভ স্টার হোটেলের সামনে পৃথক ২টি স্থানে আরো ১টি করে ২টি অবিস্ফোরিত ককটেল দেখতে পায়।
ককটেল দেখে ঐ এলাকায় আত্মংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে অবিস্ফোরিত কালো টেপ দিয়ে ব্যাঁচানো ৩টি ককটেল উদ্ধার করে পুলিশ। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন জানান, অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
খবর ২৪ঘণ্টা/ নই