ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সোমবার বেলা ১১টায় বেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্কের উপ নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেনের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব কর্মকর্তা কামরুজ্জামান সরদার, নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, ভার্ক এরিয়া ম্যানেজার কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক রিজিয়া খাতুন, শিক্ষার্থী ফিরোজা খাতুন ও সাহারিয়াসহ অন্যরা।
এ সময় মোট ৩৩জন মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ১২ হাজার করে মোট ৩লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় ভার্কে আরো উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর ২৪ঘণ্টা/ নই