পরকিয়া প্রেম করে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননি প্রেমিকা অনশন শুরু করেছেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। কারণ পরকিয়া প্রেম চলাকালে তার একাধিকবার দৈহিক সম্পর্ক করেন। যার কারণে তার দুটো বাচ্চাও নষ্ট করতে হয়েছে। আর এখন তার প্রেমিক আর যোগাযোগ করেনা। ভোলাহাটের গোপিনাপুর গ্রামে প্রেমিক মৃতঃ আনসার লায়েকের ছেলে সাকিব লায়েকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা (২৪)। আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার গোপিনাথপুর এলাকায় ঘটনাটি ঘটে।
প্রেমিকা (টুমপা ছদ্দ নাম) জানান, তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজরামপুর গ্রামে। স্বামী ও প্রেমিক একে অপরের খালাতো ভাই। এর সূত্র ধরে তাঁর স্বামীর বাড়িতে থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে পড়ালেখা করতো তার প্রেমিক সাকিব। এ সময় তার সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন তিনি। দীর্ঘ ৬ বছর ধরে চলে তাদের প্রেম। তার কোলে রয়েছে ৩ বছরের ছেলে সন্তান। প্রেমিক সাকিব তাকে বিয়ে করার কথা বলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে। বিষয়টি তার স্বামী-শ^শুরের পরিবার জানতে পারলে আমার উপর মানুষিক ও শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে তাদের নির্যাতনে তিনি ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তিনি আরো জানান, সাকিব লায়েক তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে শারীরিক ভাবে আপত্তিকর সম্পর্ক গড়েছে। দৈহিক সম্পর্কের কারণে তার পেটে আসা দুটো
বাচ্চা নষ্ট করা হয়। গত কয়েক মাস আগে থেকে মোবাইল ফোন নাম্বার পরিবর্তন করে সাকিব লায়েক তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এ জন্য তার বাড়িতে এসে তিনি বিয়ের দাবিতে অনশন শুরু করেন। সাকিব বর্তমানে বাড়িতে নেই। তার পরিবারের লোকজন তাকে নিয়ে এসে বিয়ে না দিলে তাঁর বাড়িতেই অবস্থান করবেন। এদিকে, অনশনকালীন সময় সাকিবের এক স্বজন সেফালী মেরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে তারে বের করে দেন। ফলে ভোলাহাট থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
সাকিব লায়েকের বড় ভাই সাবেদ লায়েক বলেন, আমার ভাই বাড়িতে নেই। সে কি করেছে তা তাদের জানা নেই। ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জের সাথে যোগায়োগ করা হলে তিনি ঘটনাটি জানেনা বলে জানান।
এস/আর