ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি পিএম ইমরুল কায়েশ সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হারুণ অর রশিদ, বন কর্মকর্তা সেরাজুল ইসলাম, প্রকল্পবাস্তবায় অফিসের উপ সহকারী প্রকৌশলি মুসিমুল হকসহ অন্যরা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ