ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে শনিবার দিনব্যাপী নৌকায় ভোট প্রার্থনা করেছেন আ’লীগ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশি এ্যাড. আফসার আলী। তিনি সকাল থেকে জামবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থান বড়গাছী বাজার, মান্নুমোড়, খাসপাড়া, ভোলাহাট মেডিকেল মোড়, আমফাউন্ডেশন ইমামনগর বাজার, বাহাদুরগঞ্জ বাজার, আলালপুর, বীরশ্বরপুর পাঁচটিকরি, সুরানপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নৌকায় ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ভোলাহাট উপজেলা আ’লেিগর সাবেক সভাপতি ওয়াজেদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপজেলা সাবেক আ’লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বোয়ালিয়া আ’লীগ সাবেক আহবায়ক তায়েফুদ্দিন, নেতা রয়েল, ইয়াসিন আলসিহ অন্যরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ