ভোলাহাট প্রতিনিধিঃ পূর্ব শক্রতার জেরে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে শ্যালককে দুলাভাই। শুক্রবার গভীর রাতে উপজেলার চামুশা গ্রামের ইয়াসিন আলীর ছেলে লুটু, বাদল ও জনি গং শ্যালকের বাড়ী পূর্ব শক্রতার জের ধরে রান্না ঘরের বেড়া কেটে বাড়ীর ভিতর প্রবেশ করে।
পরে শ্যালক মৃতঃ সেরাজ আলীর ছেলে আঃ হালিমের(২৮) ঘরে প্রবেশ করে দুলাভাই চাপাতি দিয়ে এলোপাথাড়ি বাম হাত পায়ে কুপাতে থাকে। এ সময় হালিমের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘাতকেরা পালিয়ে যায়। গুরুত্বর জখম হালিমকে নিয়ে প্রতিবেশী ও স্বজনেরা দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক হালিমের অবস্থা আশংকাজন দেখে রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন। হালিম রামেকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলে হালিমের স্বজনেরা জানান।
ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক জানান ঘটনাটি জেনেছেন তবে কেউ থানায় আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ