চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২য় ধাপের লকডাউনের ১ম দিন ভোলাহাটে মোবাইল কোর্টের ব্যাপক কড়াকড়ি । অটো চালকসহ ৯ জনের সাজা। ১ জুন মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃচাঃ) শেখ মেহেদী ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দিন দিন জনমনে আতঙ্ক বিরাজ করছে। ফলে ২য় ধাপের লকডাউনে ভোলাহাট উপজেলায় লকডাউন সফল করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন রাস্তায়
স্বাস্থ্যবিধি অমান্য করে চলছে যাত্রীবাহি পরিবহন। ১ জুন মঙ্গলবার স্বাস্থ্যবিধি লংঘন করার অপরাধে অটোতে উঠে রাজশাহী ও ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মোবাইল কোর্ট পরিচাল না করে অটো চালকসহ ৯ জনকে সাজা প্রদান করা হয়। তিনি আরো বলেন, যারা লকডাউন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, ২য় ধাপের লকডাউনে উপজেলার সর্বত্রই পুলিশ ব্যাপক তৎপর রয়েছেন।
এস/আর