ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ দেরিতে হলেও করোনা প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে ভোলাহাট উপজেলার মেডিকেলমোড়ের সকালের কাঁচা বাজার খোলা জায়গায় বসানো হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধের অংশ হিসেবে শুক্রবার থেকে কাঁচা বাজারটি মোহবুল্লাহ কলেজ মাঠের খোলা জায়গায় বসানো হয়েছে। শুক্রবার থেকে মেডিকেলমোড়ের কাঁচা বাজার নিয়মিত বসবে মোহবুল্লাহ কলেজ মাঠে বলে জানা গেছে। তবে সচেতনমহল মেডিকেলমোড়ের মত উপজেলার বিভিন্ন কাঁচা বাজারগুলোকেও খোলা স্থানে বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন। এদিকে মেডিকেল মোড়ের কাঁচা বাজারটি খোলা জায়গাতে সরিয়ে নেয়ায় এলাকাবাসি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।