ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট বাহাদুরগঞ্জ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আয়োজিত বৃহস্পতিবার রাতে একই মাঠে দুটি গ্র“পের চূড়ান্ত ব্যাডমিন্টন১৮ খেলা টুর্ণামেন্ট সভাপতি ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে ৮টার দিকে বাহাদুরগঞ্জ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সঙগঠনের নিজস্ব মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি ভার্কের এরিয়া ম্যানেজার এস.এম. জামাল উদ্দিন, ইউপি সদস্য আলমগীর রেজা, আইনাল হক চৈতু , আহসান আলী , আলফাজ হোসেন হিরো , নিউ মান্নান জুয়ের্লাস প্রোপাইটার শফিকুল ইসলামসহ অন্যরা।
প্রথম চূড়ান্ত খেলায় অংশ গ্রহণ করেন গোমস্তাপুর উপজেলার এএসপি সার্কেল রহনপুর বনাম রতন জুটি রহনপুর ব্যাডমিন্টন দল। ৫০ মিনিটের এ খেলায ২:০ সেটে বিজয় ছিনিয়ে নেয় রতন জুটি রহনপুর ব্যাডমিন্টন দল।
দ্বিতীয় চূড়ান্ত খেলায় অংশ গ্রহণ করেন ভোলাহাট অফিসার্স ক্লাব ১ (বাপ্পি + রুবেল) এবং ভোলাহাট অফিসার ক্লাব ২( নেশার+ইউনূস) ১ ঘণ্টার এ খেলায় ২ঃ১ সেটে বিজয় ছিনিয়ে নেয় ভোলাহাট অফিসার্স ক্লাব ১ (বাপ্পি + রুবেল) পরে বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা ।
খেলাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মাইরুল ইসলাম লালু। এ খেলায় উভয় পক্ষে ২জন করে খেলোয়াড় অংশ গ্রহণ করেন। চলতি বছরের ২১ জানুয়ারীতে শুরু হওয়া খেলায় বিভাগীয় পর্যায়ের মোট ২০ ব্যাডমিন্টন দল অংশ গ্রহণ করেন। খেলার আয়োজনে সুষ্ঠ পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন হাসনাত জামিল তারেক, সৈয়দ জনি, সাদ্দামসহ মোট ২৫জন উদিয়মান ক্রীড়া প্রেমীক। তারা এদিয়ে মোট ৫বার এখেলার আয়োজন করেন। আগামীতে এ খেলা অব্যহত থাকবে বলে জানান আয়োজকেরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ