ভোলঅহাট প্রতিনিধিঃ বাংলাদেশ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল স্বীকৃতি পাওয়ায় ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃস্পতিবার অনন্দ শোভাযাত্রা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে পৃথক পৃথক ব্যানারে শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের ব্যানার বহনের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) সহকারী কমিশনার(ভূমি) পিএম ইমরুল কায়েশ।
অন্যান্য বিভাগের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য , পল্লী বিদ্যুৎ ভোলাহাট সাব-জোন, প্রনিসম্পদ, সমাজসেবা, সমবায়, কৃষি, নির্বাচন, যুব উন্নয়ন, একটি বাড়ী একটি খামার, মহিলা বিষয়ক, মৎস্য, ইসলামী ফাউন্ডেশন, সাব-রেজিষ্ট্রিসহ বিভিন্ন দপ্তর আনন্দ শোভাযাত্রা করেন। এ সময় শোভাযাত্রায় প্রত্যেক দপ্তরের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় এবং ইউপি চেয়ারম্যানদের আনন্দ শোভাযাত্রায় দেখা যায়নি। এতে স্থানীয় অনেক রাজনৈতিক নেতা সুধীগণ ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ