ভোলাহাট(চঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করে ভোলাহাটের বিভিন্ন স্থানে গণজমায়েত করায় বৃহস্পতিবার দিনব্যাপী ইউএনও সেনাবাহিনী পুলিশের ব্যাপক টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিদেশ ফেরত ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভোলাহাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গণজমায়েত সামাজিত দূরুত্বে না থাকা স্বাস্থ্য বিধি না মানাসহ সরকারী র্নিদেশ অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, সেনাবাহিনী ও পুলিশের টহল তৎপরাতা বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার মেডিকেলমোড়, মুশরীভূজাসহ বিভিন্ন স্থানে টহল দিয়ে সচেতনতা বৃদ্ধিতে তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী অফিসার সেনাবাহিনী পুলিশ মানুষকে ঘরের মধ্যে অবস্থান, সামাজিক দূরুত্ব বজায়, স্বাস্থ্য বিধি মেনে চলা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।