1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোল বদলে এ কেমন সাজ জ্যাকলিনের? দেখুন ছবি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

ভোল বদলে এ কেমন সাজ জ্যাকলিনের? দেখুন ছবি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: জ্যাকলিন মানেই ওয়েস্টার্ন আউটফিটে শরীরী বিভঙ্গ৷ শ্রীলঙ্কার এই সুন্দরী ইতিমধ্যে মন গলিয়ে ফেলেছে ভারতীয় পুরুষদেরন৷ কিন্তু সম্প্রতি পাপারৎজির ক্যামেরায় যিনি ধরা পড়লেন তিনি কি আদৌ জ্যাকলিন নাকি অন্য কেউ?

গোলাপি রংয়ের ফুলস্লিভ শালোয়ার সঙ্গে দোপাট্টা, চোখে ওভাল ফ্রেমের সানগ্লাস, মুখে হালকা টাচ-আপ, শরীরে কোন জুয়েলারির চিহ্নমাত্র নেই৷ আদ্যোপান্ত এই ভারতীয় পোশাক দেখে আপনার একফোঁটাও মনে হবে না এই সেই হট ডিভা৷ কিন্তু হঠাৎ তাঁর এমন ভোলবদল কেন? কোন সিনেমার শ্যুটিংয়ের জন্যই কি এই পরিবর্তন?

না, তেমন কোন স্পেশাল কারণে এই ভোলবদল নয়৷ বরং নিছকই ইচ্ছাকৃতভাবে তিনি এরকম সেজেছেন৷ যদিও তাঁকে এর আগে কোনও সিনেমায় বা কোন অনুষ্ঠানে এরকম ট্র্যাডিশনাল লুকে দেখা যায়নি৷ ফলে হঠাৎ তাঁর এরকম পরিবর্তনে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়েছে৷

নায়িকা আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি রেস থ্রি-এর শ্যুটিং নিয়ে৷ সলমন খানের বিপরীতে এই সুন্দরীকে দেখা যাবে৷ ছবিতে সলমন, জ্যাকলিন ছাড়াও রয়েছেন ববি দেওয়াল, অনিল কাপুর, ডেইজি সাহ, সাকিব সালিম৷ অন্যদিকে করণ জোহার প্রযোজিত ড্রাইভ ছবিতেও দেখা যাবে এই কন্যেকে৷ এই সিনেমায় জ্যাকলিনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সুশান্ত সিং রাজপুত৷

না, তেমন কোন স্পেশাল কারণে এই ভোলবদল নয়৷ বরং নিছকই ইচ্ছাকৃতভাবে তিনি এরকম সেজেছেন৷ যদিও তাঁকে এর আগে কোনও সিনেমায় বা কোন অনুষ্ঠানে এরকম ট্র্যাডিশনাল লুকে দেখা যায়নি৷ ফলে হঠাৎ তাঁর এরকম পরিবর্তনে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়েছে৷

নায়িকা আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি রেস থ্রি-এর শ্যুটিং নিয়ে৷ সলমন খানের বিপরীতে এই সুন্দরীকে দেখা যাবে৷ ছবিতে সলমন, জ্যাকলিন ছাড়াও রয়েছেন ববি দেওয়াল, অনিল কাপুর, ডেইজি সাহ, সাকিব সালিম৷ অন্যদিকে করণ জোহার প্রযোজিত ড্রাইভ ছবিতেও দেখা যাবে এই কন্যেকে৷ এই সিনেমায় জ্যাকলিনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সুশান্ত সিং রাজপুত৷

খবর২৪ঘণ্টা.কম/জন

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST