খবর ২৪ঘণ্টা ডেস্ক:কক্সবাজারে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটার খুঁজছেন সংবাদকর্মীরা। কিন্তু ভোটারদের সন্ধান মিলছে না। জেলার ৫ উপজেলার শতাধিক ভোট কেন্দ্রের চিত্র এমনই। ভোটার শূণ্য এসব ভোট কেন্দ্রের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ নানা কথা লিখে ছবিসহ নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন। কেউ লিখেছেন- ‘ ভোটার কেন আসে না/ কিছু ভালো লাগে না/ একবার আসুক তারে….’। আবার
কেউ লিখেছেন- ‘এসো হে ভোটার.. এসো এসো..’। কেউ আবার লিখেছেন- ‘ভোটার খুঁজছি’।
এদিকে উখিয়া উপজেলায় ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্র্থী ভোট বর্জন করেছেন।
ভোটার শূণ্য কেন্দ্রগুলোতে অলস সময় কাটাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কক্সবাজারের পাঁচটি উপজেলা যথাক্রমে টেকনাফ, উখিয়া, রামু পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও ভোট কেন্দ্রসমূহে ভোটার উপস্থিতি একেবারে কম। এমনকি কোনো কোনো কেন্দ্রে কোন ভোটারই নেই।
ইতিমধ্যে ভোটার শুণ্য ভোট কেন্দ্রগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। বিশেষ করে জেলার পেকুয়া ও উখিয়া উপজেলায় ভোটার উপস্থিতির হার খুই কম।
রামু উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রের চিত্রও এক
(তিন পার্থীর ভোট বর্জন)
খবর ২৪ঘণ্টা/ নই